Breakingঅপরাধখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে ভোক্তা সংরক্ষন আইনে জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়ি বাজারে নিত্য প্রয়োাজনীয় দ্রব্য মুল্য যাচাই ও পর্যবেক্ষনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়।

৯ মার্চ ২০২২ বুধবার দুপুরে পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট রুবাইয়া আফরোজ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অন্যান্যদের মধ্যে পানছড়ি স্বাস্থ্য বিভাগের সেনেটারী ইন্সপেক্টর তৎজিম চাকমা সহ মোবাইল পুলিশ টিম উপস্থিত ছিলেন।

এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন সংশোধিত ২০১৩ অনুসারে তামাকের বিজ্ঞাপন প্রচারের অভিযোগ এবং মাদকদ্রব্য সেবনের অপরাধে মোট ২২,২০০/- টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও মাদক সেবনের অপরাধে একজনকে ৬ মাসের সাজা প্রদান করা হয়।

পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ বলেন, আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও তেলের দাম বৃদ্ধি নিয়ে বাজার মনিটরিং ও একই সাথে মোবাইল কোর্ট এর মাধ্যমে অপরাধ বিবেচনায় জরিমানা করা হয়েছে। পরবর্তীওে বাজার মনিটরিং সহ এরূপ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button