Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

খাগড়াছড়িতে তেল নিয়ে তেলেসমাতি

ভোক্তা আইনে জরিমানা

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : ফ্রেশ কোম্পানির খাগড়াছড়ি জেলা ডিলার জাফর স্টোরের সামনে “আপতত সয়াবিন তেল নাই” লেখা বিজ্ঞপ্তি টাঙ্গানো। কিন্তু ভিতরে ডুকে দেখা গেল স্টোক করা অনেক সোয়াবিন তেল। পাশাপাশি তাদের তেলের গুদামে গিয়ে পাওয়া গেল আরও অনেক তেল। এভাবে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করে স্বার্থ হাসিল করতে মরিয়া এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা।

খাগড়াছড়ি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লীজা ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা জরিমানা করেন জাফর স্টোরকে। এসময় কাউন্সিল অব কনজিউমার রাইটস (সিআরবি)র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ, যুগ্ন সম্পাদক মো. মাইন উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও সোয়াবিন তেল বিক্রিতে সরকার নির্ধারিত অতিরিক্ত মূল্য রাখা, মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির অভিযোগে মামুন স্টোর ও পলাশ স্টোরকে ১০ হাজার টাকা করে এবং নিজাম স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related Articles

Check Also
Close
Back to top button