Breakingসারাদেশ

শিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক , শিবালয়,মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.আব্দুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.মাহবুবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সুভাষ মজুমদার ও সহ-সভাপতি সুদীপ ঘোষ বাসু বক্তব্য রাখেন। এসময় সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, সুরেশ চন্দ্র রায়, দেবাশীষ ঘোষ জয়, আকাশ চৌধূরী, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ, উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা কর্মচারিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা মো.দবির উদ্দিন।

Related Articles

Back to top button