চেঙ্গী দর্পন প্রতিবেদক, শ্রীনগর ( মুন্সীগঞ্জ ) : “পুলিশই জনতা, জনতাই পুলিশ” শ্লোগানকে সামনে রেখে ঢাকা-মাওয়া এক্স ·প্রেস ওয়ের নিরাপত্তা ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ও জনসচেতনতায় হাঁসাড়া হাইওয়ে থানার উদ্যোগে পথসভা, মাস্ক বিতরণ, সাইকেলিং, বিট পুলিশিং ও আলোচনা সভা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী মহাসড়ক কেন্দ্রীয় হাঁসাড়া হাইওয়ে থানার (গাজীপুর রিজিয়ন) আওতাধীন ঢাকা-মাওয়া মহা সড়কের হাঁসাড়া বাস স্ট্যান্ড, নিমতলা, কুচিয়া মোড়া সহ বিভিন্ন স্থানে জনসচেতনতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগের নেতৃত্বে এ সময় হাইওয়ে থানার অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।