বান্দরবানে কারাবন্দীদের মাঝে উপহার সামগ্রী বিতরন
চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, বান্দরবান : বান্দরবান জেলা কারাগারের কারাবন্দীদের মাঝে দুইটি ৪৩″ ইঞ্চি এল ই ডি টেলিভিশন উপহার হিসেবে বিতরন করেছেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
২৫ শে জানুয়ারি ২০২২ মঙ্গলবার বান্দরবান জেলা কারাগারে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইটি টেলিভিশন প্রদান করেন। এছাড়াও বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে কারাগারে বিদেশ কারাবন্দীদেরও উপহার সামগ্রী প্রদান করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, কারাবন্দিরা টিভিতে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং সংসদ টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান দেখতে পারবেন। তাছাড়াও টেলিভিশনে বিভিন্ন উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান দেখে সঠিকভাবে জীবনযাপন করতে পারে এ উদ্দেশ্যে টেলিভিশন দুইটি বিতরণ করা হয়েছে। বিভিন্ন অপরাধ সম্পর্কে জ্ঞানলাভ এবং অপরাধের পরিনতি সম্পর্কে তারা যেনো অবগত থাকে এ উদ্দেশ্যে তাদের গঠনমূলক অনুষ্ঠানগুলো থেকে শিক্ষা নেওয়ার আহবান জানান তিনি।
টেলিভিশন বিতরন শেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান কর্তৃক ভারতের ২জন ও মায়ানমারের ৫জন বিদেশ কারাবন্দিদের মাঝে উপহার সামগ্রী হিসেবে একটি শীতবস্ত্র, একটি শার্ট, একটি কম্বল, এক জোড়া স্যান্ডেল এবং একটি ব্যাগ উপহার স্বরুপ বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান, বান্দরবান উইমেন চেম্বার এন্ড কর্মাসের সভানেত্রী লালছানি লুসাই,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মুহুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।