Breakingঅপরাধসারাদেশ

পাচারকালে ১৩ হাজার লিটার তেলসহ ভাল্কহেড জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা

চেঙ্গী দর্পন প্রতিবেদকআনোয়ারা (চট্টগ্রাম) : কর্ণফুলী নদীর মোহনাতে পাচারকালে অভিযান চালিয়ে ১৩ হাজার লিটার অপরিশোধিত পাম তেলসহ একটি ভাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের সদস্যরা।

বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে কর্ণফুলী নদীর মোহনা সী বিচ এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দকৃত ভাল্কহেড এফবি তানিশার মালিক হলেন নগরীর সিমেন্ট ক্রসিং এলাকার মো. হারুন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কর্ণফুলী নদীর মোহনা সী বিচ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ৪ জন ক্রুসহ এফবি তানিশা নামের একটি ভাল্কহেড আটক করা হয়। এ সময় ভাল্কহেডটিতে ১৩ হাজার লিটার অপরিশোধিত পাম তেল ছিল। ক্রুরা তেলের উৎস, গন্তব্য বা বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তেলসহ বাল্কহেডটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড পূর্বজোনের স্টাফ অফিসার ( অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান বলেন, বিশেষ অভিযানে জব্দকৃত তেল ও ভাল্কহেড কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button