খাগড়াছড়িপার্বত্য অঞ্চল
ধানের শীষের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়ার সাঁওতাল পাড়ার শিব মন্দির পরিদর্শন

পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সাঁওতাল পাড়ায় অবস্থিত শিব মন্দির পরিদর্শন করেন ২৯৮ নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া।
শুক্রবার (২৩ জানুয়ারি) সাঁওতাল পাড়ায় আয়োজিত সরস্বতী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভুইঁয়া বলেন, নির্বাচিত হলে তিনি সাঁওতাল সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে সাঁওতাল পাড়ায় একটি স্কুল স্থাপনের আশ্বাস দেন তিনি।
এছাড়া তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং স্বাস্থ্য ও শিক্ষা কার্ড প্রদান করা হবে বলেও আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, “আমি যখন এমপি ছিলাম, তখন এই এলাকার উন্নয়নে বিভিন্ন কাজ করেছি, যার অনেক কিছুই আজও দৃশ্যমান রয়েছে।”
এ সময় সাঁওতাল সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




