খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়ি বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ,খাগড়াছড়ি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পানছড়ি বাজার উন্নয়ন কমিটির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাতটায় বাজার উন্নয়ন কমিটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

অনুষ্ঠানে বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button