অস্ত্রের মুখে সীতাকুন্ডে ১২ গরু লুট

সীতাকুণ্ড ,চট্টগ্রাম :
সীতাকুণ্ডে গভীর রাতে অস্ত্র দিয়ে খামারি মালিককে জিম্মি করে ১২ টি গরু ডাকাতি করে নিয়ে গেছে ডাকাত দল ।
সোমবার দিবাগত রাতে উপজেলার মধ্যম বাঁশবাড়ীয়া এলাকায় এই ঘটনা ঘটে ।
সূত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া এলাকার ইসমাইল ও নজরুল ভাগ্য পরিবর্তনের আশায় দুই জন মিলে ব্যংক ঋন নিয়ে গরুর খামার করেছে । গত সোমবার ২০ জনের ডাকাত দল বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এন আই ডেইরি ফার্মে হানা দিয়ে তাদের সেই স্বপ্ন ভুলুন্ঠিত করে দেন ।
গরুর ফার্ম মালিক ইসমাইল জানায়, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে ২০ জনের একটি ডাকাত দল খামারের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে তাকে অস্ত্র দিয়ে জিম্মি করে । মেরে ফেলার ভয় দেখিয়ে তার হাত পা বেঁধে ফেলে । চিৎকার করলে জবাই করার ভয় দেখিয়ে মোবাইল কেড়ে নেয় । তখন
ডাকাতদের অন্য সদস্যরা ফার্মের গরু গুলো নিয়ে ট্রাকে তোলে । গাড়িতে তোলার সময় একটি গরু ছুটে চলে যায় । এসময় ফার্মের পাশে এক চা -দোকানদার লোকজনের আওয়াজ পেয়ে দোকানের বাহিরে বের হলে তাকে ধরে হাত পা বেঁধে পুকুরে ফেলে দেয় ।
ডাকাত দল ট্রাক বোঝাই করে গরু গুলো নিয়ে চলে যায় । তাদের সবার হাতে অস্ত্র ও লম্বা কিরিচ ছিল ।
ডাকাতরা চলে যাওয়ার পর খামারি মালিক ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানালে ২০ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ আসে । চারিদিকে তল্লাশী চালিয়েও ডাকাতদের ধরতে পারেনি পুলিশ ।
ফার্মের মালিক নজরুল ইসলাম জানায়,জমি বিক্রি ও ব্যাংক ঋন নিয়ে গরুর ফার্ম দেই আমরা দুজনে, ডাকাতরা নিয়ে যাওয়া ১২ টি গরুর মধ্যে ৫ টি বড় জাতের গাভী থেকে প্রায় ৫০ লিটার দুধ পেতাম, এগুলো বিক্রি করে সংসার ও গরুর খাদ্য ক্রয়ের খরচ চলতো আমাদের । আমরা এখন পথে বসে গেছি, আমাদের প্রায় ২২/২৫ লক্ষ টাকা শেষ হয়ে গেছে । আমরা কিভাবে ঋন শোধ করবো ।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর জানান,গরু ডাকাতির সংবাদ শুনে সাথে সাথে পুলিশ ঘটনাস্হলে গিয়ে বিস্তারিত শুনে মহাসড়কে তল্লাসী চালিয়েছে । কিন্তু ততক্ষণে ডাকাতরা পালিয়েছে , অভিযান অব্যাহত রয়েছে ।
উল্লেখ্য,চলতি ডিসেম্বর মাসের ১৯ তারিখে সীতাকুণ্ড উপজেলার মহাসড়কের ভাটিয়ারী থেকে ডাকাতদল ২৮ টি গরু সহ একটি ট্রাক ছিনতাই করে, কয়েক ঘন্টা পর পুলিশ,জনতা বাড়বকুণ্ড চৌধুরীপাড়া এলাকা থেকে পর্যায়ক্রমে গরুগুলো উদ্ধার করেছে ।




