Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ
বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইউসুফ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি জনাব বেলাল হোসেন। এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, দেশের শান্তি, কল্যাণ ও গণতন্ত্রের অগ্রগতির জন্য বিশেষ দোয়া করা হয়। বক্তারা তাঁর রাজনৈতিক অবদান, ত্যাগ ও সংগ্রাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।




