Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

সেনাবাহিনী ও গ্রামবাসীর অংশগ্রহণে দাজিলিং পাড়ায় বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার কেওক্রাডং টিওবি’র আওতাধীন দাজিলিং পাড়ায় বড়দিন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসবমুখর বড়দিন উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত বড়দিন উদযাপন অনুষ্ঠানে ১৬ ই বেঙ্গল এর দায়িত্বপূর্ণ কেওক্রাডং টিওবি কমান্ডার সাইফুর রহমান খান পাড়াবাসীদের সঙ্গে কেক কেটে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী-পুরুষসহ শিশু-কিশোররা অংশ নেন।

 

 

অনুষ্ঠানে বৃহৎ পরিসরে শুভেচ্ছা বিনিময় ছাড়াও শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি বজায় রাখা এবং পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বক্তব্যে টিওবি কমান্ডার সাইফুর রহমান খান বলেন, “পার্বত্য অঞ্চলে সকল ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে সৌহার্দ্য বজায় রেখে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য।”

 

 

স্থানীয় পাড়াবাসীরা সেনাবাহিনীর উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং ধর্মীয় উৎসবে সেনাবাহিনীর অংশগ্রহণকে আন্তরিকতা ও সম্প্রীতির প্রতীক হিসেবে মন্তব্য করেন।

 

 

উল্লেখ্য, দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর ফলে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে বিশ্বাস, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হচ্ছে এবং শান্তি-স্থিতিশীলতা বজায় রয়েছে।

 

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

Related Articles

Back to top button