Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

পাহাড় থেকে জাতীয় দলে স্বপ্নযাত্রা

কাউসারের পাশে খাগড়াছড়ি রিজিয়ন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পাহাড়ি জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে জাতীয় পর্যায়ের ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করা তরুণ ক্রীড়াবিদ মোঃ কাউসার আহমেদের স্বপ্নযাত্রায় পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি রিজিয়ন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের এই সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

 

 

সোমবার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ নিজ হাতে কাউসারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

 

 

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, “তরুণ ক্রীড়াবিদরাই ভবিষ্যৎ বাংলাদেশের গর্ব। তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা আমাদের সামাজিক দায়িত্ব। খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা, দেশপ্রেম ও ইতিবাচক জীবনের পথে পরিচালিত করে—খাগড়াছড়ি রিজিয়ন সবসময় এই প্রচেষ্টার পাশে থাকবে।”

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) কাজী মোস্তফা আরেফিন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশীদ, বিসিবি কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম আনিক এবং জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী।

 

 

উপস্থিত অতিথিরা বলেন, এই ধরনের সহায়তা শুধু একজন খেলোয়াড় নয়, বরং পুরো জেলার ক্রীড়া অঙ্গনকে অনুপ্রাণিত করবে। পার্বত্য অঞ্চলের প্রতিভাবান তরুণদের জাতীয় পর্যায়ে তুলে আনতে সরকারি-বেসরকারি সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলেও তারা মত দেন।

 

 

সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ কাউসার আহমেদ বলেন, “খাগড়াছড়ি রিজিয়নের এই সহযোগিতা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। দেশের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস বেড়ে গেছে।”

 

 

এই উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ি রিজিয়ন আবারও প্রমাণ করলো—শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নেও তারা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

Related Articles

Back to top button