খাগড়াছড়িসারাদেশ

খাগড়াছড়িতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ আলোচনা

 স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, মানবিক ও আধুনিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক এক আলোচনা সভা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার এস. এম. আল আমিন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, “আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম। সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের নেতৃত্ব ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখেছি। রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি হলো তারুণ্য।”

 

তিনি আরও বলেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষ ও অভিজ্ঞ মানবসম্পদ গড়ে তুলতে তরুণদের আত্মনিয়োগ করতে হবে। এতে একদিকে যেমন ব্যক্তিগত আর্থিক সচ্ছলতা আসবে, অন্যদিকে দেশও এগিয়ে যাবে উন্নয়নের পথে।

 

আলোচনা সভায় বক্তারা একযোগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে দায়িত্বশীল, সৃজনশীল ও সচেতন নাগরিক হিসেবে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, তারুণ্যের উদ্ভাবনী চিন্তা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলিই পারে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে।

 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, তরুণ প্রজন্মের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উপস্থিত সকলেই এমন আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ী উল্লেখ করে নিয়মিতভাবে তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Back to top button