ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে মালিক-শ্রমিক ও বিভিন্ন শ্রমজীবী মানুষের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলায় ইট ভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইট ভাটার মালিক-শ্রমিক ও বিভিন্ন শ্রমজীবী মানুষ।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে শহরের শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
পরে, খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেন জেলার ইট ভাটা শ্রমিক ও মালিকেরা।
বিক্ষোভকারীরা বলেন, “চলতি মৌসুমে জেলার কোথাও একটি ইটভাটাও চালু না থাকায় পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এর ফলে একদিকে যেমন শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণভাবে থমকে গেছে তেমনি অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট পুরো জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ জীবিকা হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
ইটভাটার মালিকেরা খাগড়াছড়িতে পরিবেশের সকল নিয়ম-কানুন মেনেই ইটভাটা পরিচালনা করার জন্য প্রশাসনের অনুমতি চান।
এ সময়, খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য সচিব সমর বিকাশ চাকমা, উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, রাজমিস্ত্রি কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ রাজ্জাক, ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম সহ বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ইট ভাটার শ্রমিক ও মালিকদের আশ্বস্ত করে বলেন, পার্বত্য এ জেলায় ইটভাটার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শ্রমিক সম্পৃক্ত। তারা বিভিন্ন দাবি নিয়ে এসেছেন। পরিবেশের কথা বিবেচনা করে ইট ভাটা চালুর বিষয়টি আমি সরকারকে জানাবো কিভাবে এর দ্রুত সমাধান করা যায়।
প্রসঙ্গত, পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনার আলোকে খাগড়াছড়ি জেলায় সকল ইটভাটা বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।




