চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার দুপুরে মহাজনপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বর সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুনয় চাকমা। তাঁর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পিসিপির খাগড়াছড়ি জেলা সভাপতি জেসলেন চাকমা।
এছাড়া বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চাকমা প্রমুখ বক্তারা।
বক্তারা বলেন, ২৮ বছর পরেও পার্বত্য চুক্তির অনেক মৌলিক ধারা বাস্তবায়ন হয়নি, ফলে পাহাড়ে অসমাপ্ত সমস্যা ও হতাশা বাড়ছে। দ্রুত চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।




