খাগড়াছড়িতে ‘ইমপ্রুভ ইয়োর বিজনেস’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
উদ্যোক্তা সৃষ্টি ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ইমপ্রুভ ইয়োর বিজনেস (IYB)’ প্রশিক্ষণ কর্মসূচি।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে জেলা সদরের হোটেল গাইরিং হলরুমে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগেএ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। তিনি বলেন, “স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা বাস্তবমুখী জ্ঞান ও আধুনিক ব্যবসা ব্যবস্থাপনার কৌশল শিখতে পারবেন, যা তাদের ব্যবসা আরও এগিয়ে নিতে সহায়ক হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
প্রশিক্ষণে ২৫জন স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। তারা আন্তর্জাতিক শ্রম সংস্থা এর আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা টুল ব্যবহার করে-ব্যবসা পরিচালনা,বাজার বিশ্লেষণ,লাভ ব্যবস্থাপনা,উদ্যোগ সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ পাচ্ছেন।
আয়োজকদের মতে, পাঁচ দিনের এই কর্মসূচি অংশগ্রহণকারীদের ব্যবসা পরিকল্পনা ও ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসআইওয়াইবি ফাউন্ডেশন অব বাংলাদেশের রিসোর্স পার্সন মো. আব্দুল ওয়াদুদ, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ম্যানেজার দয়ানন্দ ত্রিপুরা সহ সংস্থার অন্যান্য সদস্যরা।




