Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইয়াবা সহ বিএনপি নেতা আটক

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৩ পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল হোসেন সিরাজী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র মাটিরাঙ্গা সেনা জোন।

 

 

সোমবার (১৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক এর নির্দেশক্রমে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর নের্তৃত্বে একটি সি-টাইপ স্পেশাল টহল দল মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়া নামক এলাকায় মাদক ব্যবসায়ী মাটিরাঙ্গা উপজেলা বিএনপি’র কোষাধক্ষ্য,ইসমাইল হোসেন সিরাজী এর ভাড়া বাসায় তল্লাশী চালিয়ে একটি মোটরসাইকেল সহ ৫৩ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।

 

 

আটককৃত ইসমাইল হোসেন মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নের উত্তর বরবিল এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে ইসমাইল হোসেন সিরাজী (৫০)।

 

 

 

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত মাদক কারবারিকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গার সার্বিক পরিস্থিতি রক্ষার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আটককৃত মাদক ব্যবসায়ীেক ১৮ নভেম্বর মঙ্গলবার আদালতে পাঠেনা হেয়েছ।

Related Articles

Back to top button