Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়িতে “সিরাত জানুন, পুরস্কার জিতুন” প্রতিপাদ্যে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আস-সুন্নাহ ইসলামিক সোসাইটির উদ্যোগেএক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

 

 

১৫ নভেম্বর ২০২৫, শনিবার দুপুরে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে মো. আব্দুল কাদের ওয়েজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা দলিলুর রহমান, পেশ ইমাম, কেন্দ্রিয় জামে মসজিদ।

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সীরাত মানে শুধু একদিন মিলাদ পড়া নয়; বরং সারাজীবন নবী মুহাম্মদ (সাঃ)-এর আদর্শকে লালন ও বাস্তব জীবনে অনুসরণ করাই সীরাতের প্রকৃতার্থ।

 

ধর্মপ্রাণ মুসলমানরা এতে অংশ নিয়ে নবী মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ, চরিত্র, মানবতা ও ন্যায়বিচার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

 

 

এর আগে গত বছর (২৮ নভেম্বর ২০২৪) সংগঠনটির উদ্যোগে পানছড়িতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়েছিল, যা ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে।

 

 

সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান তরুণদের মাঝে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে এবং নবীজির (সাঃ) আদর্শ অনুসরণের প্রতি উৎসাহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

 

 

অনুষ্ঠানের প্রধান আলোচক মুফতি মহিউদ্দিন সহ আলেম-ওলামাগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button