পানছড়িতে আওয়ামী নাশকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা, নিপীড়ন, গ্রেপ্তার, দমন-পীড়ন, অগ্নিসংযোগ ও নাশকতার নামে হয়রানির প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।
১২ নভেম্বর ২০২৫, বুধবার বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিমের সঞ্চালনায় উপজেলা যুবদলের আহবায়ক মো. আফছার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা বিএনপি-র সভাপতি মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলার উপজেলা কেন্দ্রীয় দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কায়ারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে বসে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। দেশে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ – যুবলীগ তাদের ফ্যাসিষ্ট মাতার নির্দেশনায় ১৩ নভেম্বর যেই ‘লকডাউনের’ ডাক দিয়েছে তা জনগণ কোনোভাবেই বাস্তবায়ন হতে দেবে না। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশব্যাপী অগ্নিসংযোগ ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে, যা গণতন্ত্র ও জনগণের অধিকারকে হুমকির মুখে ফেলেছে।
এসময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইঁয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো.তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.ইসমাইল, যুবদলের যগ্ন আহবায়ক মহরম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিস আলী প্রমুখ সহ স্থানীয় যুবদলের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।




