Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

১০ নভেম্বর ২০২৫ ,সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকার বানৌক গেস্ট হাউজ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মার্টিন সুনি ত্রিপুরা।

 

 

সভায় সংগঠনের নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচিত করা হয়। এ সময় বক্তারা বলেন, “ বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটি ধর্মীয় সংগঠন নয়, বরং এটি মানবতা, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। পারস্পরিক ঐক্য, ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা আমাদের মূল লক্ষ্য।”

 

 

 

সভায় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নীল পদ্ম চাকমা, সহ-সভাপতি রেভা: হেমকর ত্রিপুরা, সহ-সভাপতি সুনীল বরণ চাকমা, সাধারণ সম্পাদক আত্মা রুপ চাকমা, সাংগঠনিক সম্পাদক বরণ ত্রিপুরাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

বক্তারা আরও বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় সংগঠনটি ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button