রামগড়ে জনতার হাতে অস্ত্র সহ উপজাতীয় চাঁদাবাজ আটক

রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক সশস্ত্র চাঁদাবাজ। পরে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে রামগড় থানায় হস্তান্তর করে।
৯ নভেম্বর ২০২৫, রবিবার দুপুরে উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের লালছড়ি-গরুকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত দুর্গা চাকমা ওরফে নয়ন (৩৫) গরুকাটা এলাকার রুপ পদ্ম চাকমার ছেলে। ইউপিডিএফের সশস্ত্র সদস্য এবং গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় উপজেলা শাখার সাবেক সভাপতি ।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে পাহাড়ি টিলা থেকে কচুর ছড়া আনতে গেলে একটি সিএনজি থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিল দুর্গা চাকমা। এসময় ক্ষুব্ধ স্থানীয়রা তাকে ধাওয়া করে দেশীয় তৈরি এলজি অস্ত্রসহ আটক করে খাগড়াবিল বাজার এলাকায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে তার এক সহযোগী পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরবর্তী সময়ে স্থানীয় জনগণ বিষয়টি সেনাবাহিনীর আর্টিলারি সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষকে অবহিত করলে, ক্যাপ্টেন তানজিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল ওই অস্ত্রধারীকে আটক অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে তাকে সেনাবাহিনী অস্ত্রসহ রামগড় থানায় হস্তান্তর করে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় ইউপিডিএফ প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন সময়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন যাত্রায় বাধা সৃষ্টি করছে, চাঁদাবাজি করছে এবং আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন জানান, দুর্গা চাকমার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।




