Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“সাম্য ও সমতায়- দেশ গড়বে সমবায় ” শ্লোগানে পানছড়িতে জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

 

১ নভেম্বর ২০২৫, শনিবার সকালে পানছড়ি উপজেলা পরিষদ থেকে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার রূপন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন।

 

আলোচনা সভায় বক্তরা বলেন, সমবায় সমিতি গুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্ম নির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।পরিশেষে বক্তারা ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

 

 

অন্যান্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুব্রত চৌধুরী, চিড়াই কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, কাঠ লোড আনলোড শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলম, সাঁওতাল পাড়া মডেল ভিলেজ সমবায় সমিতি সম্পাদক সমাই সাওতাল, বাবুড়াপাড়া কৃষি সমবায় সমিতির সভাপতি অসিম কুমার চাকমা, বন্ধু মহল যুব সমবায় সমিতি মোঃ জহিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগন পানছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিঃ ও পানছড়ি কাঠ লোড আনলোড শ্রমিক সমবায় সমিতিকে শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে সম্মাননা স্মারক তুলে দেন।

Related Articles

Back to top button