খাগড়াছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর ২০২৫ ,সোমবার বিকেলে জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি, যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখর ছিল পুরো শহর এলাকা।
মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
সভায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু , জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান সহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সব সময় সামনের সারিতে থেকেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত যুব সমাজই আগামী দিনে পরিবর্তনের নেতৃত্ব দেবে। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তাই জনসাধারণের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা জানতে হবে। আগামী দিনে ধানের শীর্ষে ভোট দিয়ে খাগড়াছড়ির মানুষের ভাগ্য পরির্বতন করতে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।




