খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি:

আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও টি.ও (ট্রান্সপোর্ট অর্ডার) লাইসেন্স প্রদানের দাবিতে খাগড়াছড়িতে মানব বন্ধন ও স্মারকলিপি দিয়েছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন।

 

বুধবার (২২ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা মো. মোশাররফ হোসেন, জেলা সভাপতি কনক ব্রত ত্রিপুরা, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, সার বিক্রেতাদের আইডি কার্ড বাতিল ও লাইসেন্স বন্ধের উদ্যোগ কৃষি খাত ধ্বংসের ষড়যন্ত্র। এতে ৪৪ হাজার খুচরা বিক্রেতা ও লক্ষাধিক কর্মচারীর জীবিকা হুমকিতে পড়বে। তারা অবিলম্বে আইডি কার্ডের বৈধতা রক্ষাসহ টি.ও লাইসেন্স প্রদানের দাবি জানান এবং দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

 

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Related Articles

Back to top button