
ময়মনসিংহ :
ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার দুপুরে উপজেলার পৌর শহরের মনিরামবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনিরামবাড়ি এলাকার একটি জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সংঘর্ষের পর ঘটনাস্থলে টিনের ঘরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে মারপিট হয়। এরপর শুক্রবার জুমার নামাজের পর আবারও উভয় পক্ষ হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে।
জমির বিক্রেতা মোঃ সুরুজ মিয়া জানান, তাদের কাছে যে জমি বিক্রি করা হয়েছিল, ক্রেতারা সেই জমিতে ঘর না করে অন্য জমিতে ঘর তোলার চেষ্টা করছিলেন। এতে বাধা দেওয়ায় জুমার নামাজের পর মসজিদ থেকে বের হয়ে আসার সময় ক্রেতা পক্ষ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় ।
অন্যদিকে, জমির ক্রেতা মোসাম্মৎ সাহিদা খাতুনের অভিযোগ, প্রায় ১৭ বছর আগে তিনি জমিটি ক্রয় করেন এবং পুকুর ভরাট করে সেখানে বসতঘর নির্মাণের উদ্যোগ নিলে বিক্রেতারা বাধা দেন। তিনি বাধ্য হয়ে আদালতে মামলা করেন এবং আদালত তাদের পক্ষে রায় দিয়ে জমি বুঝিয়ে দিলেও তাদের ওপর হামলা চালানো হয়েছে। আহত স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের ওপর এমন নির্যাতন করা হচ্ছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র ঘোপ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারপিটের ঘটনা তিনি শুনেছেন। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হলে ফৌজদারী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




