পানছড়িতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পানছড়ি উপজেলা কার্যালয়ের সামনে থেকে সভাপতি মো. আবু বক্কর সাহেবের সভাপতিত্বে এবং প্রধান অতিথি মাওলানা রাশেদুল ইসলামের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পানছড়ি জিরো পয়েন্ট হয়ে জিয়া স্কয়ারে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশটি পরিচালনা করেন মো. ওমর ফারুক। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার তৃণমূল নেতৃবৃন্দসহ একাধিক বক্তা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই PR (সংখ্যা অনুপাতিক) পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। একই সাথে নির্বাচনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিবাদী সরকারের সহযোগী ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। এছাড়া পার্বত্য চট্টগ্রাম নিয়ে চলমান ষড়যন্ত্রেরও তীব্র প্রতিবাদ জানান তারা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. আইয়ুব আলী, যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।