Breakingঅপরাধসারাদেশ

দাউদকান্দিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দাউদকান্দি , কুমিল্লা :
দাউদকান্দিতে চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

 

 

১৮ সেপ্টেম্বর ২০২৫ , বৃহস্পতিবার বিকেল ৩টায় আমিরাবাদ-কচুয়া সড়কের উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শ্রীচাইল ইসলামিয়া আলিম মাদরাসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। কয়েকশতাধিক স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মিছিলটি মলয় বাজার প্রদক্ষিণ করে।

 

 

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে স্থানীয় নজরুল ইসলাম ভূঁইয়া, মকবুল হোসেন ভূঁইয়া, আলী আজম ও আসিক বক্তব্য রাখেন।
তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হলেও এলাকায় এখনো চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধ হয়নি, বরং দিন দিন তা বেড়েই চলছে। রাতে স্বস্তিতে ঘুমানো যাচ্ছে না, আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের।

 

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি চক্র সন্ত্রাস, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসাসহ নানান অপরাধ করে আসছে। এখানে চুন কারাখানায় অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের চেষ্টায় এলাকাবাসী বাধা দিলে সন্ত্রাসী লোকজন সাধারণ মানুষকে নিয়মিত হুমকি-ধামকিসহ হয়রানি করে আসছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। সন্ত্রাসী, চাঁদাবাদ, মাদক কারবারিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার অনুরোধ করছি।

 

 

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, মানববন্ধনের বিষয়টি জানিনা। তবে মাদক, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।

Related Articles

Back to top button