সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার গুইমারা ও মানিকছড়ি উপজেলার সীমান্তে তবলাপাড়া এলাকায় গত ৭ সেপ্টেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী (সিভিল পোষাকে) অভিযানে যায়। এসময় ইউপিডিএফ কৌশলে তাদের ভাষায় ঠাঙাড়ে বাহীনী ইউপিডিএফ গনতন্ত্র আসছে বলে গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীদের লেলিয়ে দেয়। পরে খবর পেয়ে সিন্দুকছড়ি জোন কমান্ডার ও গুইমারা থানার ওসি গিয়ে অভিযানের ৬ জন সদস্য সেনাবাহিনীর বলে জানালেও ইউপিডিএফের প্ররোচনায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং সেনাবাহিনীর উপর গুলি ছোড়ে সেনাবাহিনী তখন ফাকাগুলি ছোড়তে বাধ্য হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ও বানোয়াট অভিযোগে নোংরা রাজনৈতিক খেলায় মেতে ওঠে ইউপিডিএফ তারা একের পর এক কর্মসূচীর নামে জনভোগান্তি সৃষ্টি করে চলেছে। তারা খাগড়াছড়ি জেলা জুরে বিক্ষোভ, সড়ক অবরোধসহ নানা গনবিরোধী কার্যকলাপ করছে বলে অভিযোগ স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর।
মতবিনিময় সভায় উপস্থিত উপজাতীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানাযায় ৭ তারিখে অহেতুক ভূয়া প্রচারনা করে সেনাবাহিনীকে বিতর্কিত করতে নানা ফন্দি করছে ইউপিডিএফ। কালাপানির মারমা সম্প্রদায়ের দায়িত্বশীল (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন বলেন আমাদের উভয় সংকটে পড়তে হয়। ইউপিডিএফের মিথ্যা প্রচারের বিষয়ে কিছু বলা যায়না সেনাবাহিনীর পক্ষে বললেও সমস্যা। ৭ তারিখ আসলে ৬জন সিভিলে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভায় তবলা পাড়ার ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল শামস আজিজি, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়া, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান অভিযোগ করে বলেন ইউপিডিএফ মিথ্যা ও ষড়যন্ত্র মূলক অপপ্রচারের হাতিয়ার হিসেবে সাধারণ গ্রামবাসী ও কোমলমতি স্কুলের শিক্ষার্থীদের প্রশাসনের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। যারা এসব করছে তাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করে অপপ্রচারকারীদের বিরোদ্ধে সজাগ থাকতে সকলের প্রতি আহবান জানান।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকবৃন্দ সহ নানান শ্রেণীর পেশার মানুষ।