খাগড়াছড়িতে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় আয়োজন করা হলো এক বর্ণাঢ্য সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
১৬ সেপ্টেম্বর ২০২৫ , মঙ্গলবার সকালে খাগড়াছড়ি স্টেডিয়াম সংলগ্নখোকন বিকাশ ত্রিপুরা জ্যাক পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আকতার,এবং সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।
প্রতিযোগিতার প্রাণবন্ত পরিবেশ :
দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় ক্রীড়া সংগঠনের কিশোর–কিশোরী সাঁতারুরা অংশগ্রহণ করে। পানিতে নেমেই প্রতিযোগীদের মাঝে তৈরি হয় চাঞ্চল্যকর পরিবেশ। দর্শকরাও তালে তালে উৎসাহ দেন প্রতিযোগীদের।
পুরস্কার বিতরণ :
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।
এসময় প্রধান অতিথি রুমানা আক্তার বলেন,“বর্তমান প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। সাঁতার একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা, একইসাথে শারীরিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম হাতিয়ার। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ বলেন,“খাগড়াছড়ির তরুণদের প্রতিভা ও আগ্রহ সত্যিই অনন্য। আমরা চাই, এখানকার ক্রীড়াবিদরা জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনুক।”
আয়োজক ও উদ্দেশ্য :
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, খাগড়াছড়ি পার্বত্য জেলা।“এবার দেশ বদলাবে, পৃথিবী বদলাবে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের ইতিবাচক বিকাশ, সুস্থ বিনোদন এবং ক্রীড়া চর্চা সম্প্রসারণের লক্ষ্যেই আয়োজন করা হয় এ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উৎসবমুখর পরিবেশে শেষ হয় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।




