Breakingঅপরাধসারাদেশ

ঝালকাঠিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ,ঝালকাঠি :
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে মজিদের টেইলার্সে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

১৩ সেপ্টেম্বর , শনিবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ। সাব্বির নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের বড়াই করন এলকার মজিদ হাওলাদার দর্জির ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির এর মা বাবা দুজনেই টেইলার্সে কাজ করে, রাতে তারা বাসায় ছিল। ছেলে সাব্বির দোকানে ছিল সকালে তার মা লিপি বেগম দোকানে এসে কয়েকবার সাব্বিরের নাম ধরে ডাকাডাকি করে। কোন সাড়াশব্দ না পেয়ে শাটার খুলে ভিতরে ঢুকে সাব্বিরকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন জড়ো হয় এবং পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

 

এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Related Articles

Back to top button