Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে জীববৈচিত্র্য পরিবেশ সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, থানচি, বান্দরবান:

বান্দরবানের থানচি উপজেলা জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণের উপর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার ০৮ সেপ্টেম্বর সকাল ১০ টা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন,স্থানীয় এনজিও সংস্থা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারের বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানের চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন সংস্থা United Nations Development Programme (ইউএনডিপির) যৌথ প্রকল্পের আওতায় এর আয়োজন করেন।

 

 

কর্মকর্তারা জানান,পার্বত্য চট্টগ্রামে সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্য ইকোসিস্টেম পুনরুদ্ধার সহ দারিদ্র্য দূরীকরণ, অসমতা ও বর্জ্যতা হ্রাস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সহায়তা করা, শাসন ব্যবস্থা ও জবাব৷ দিহিতা শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, সমতার ভিত্তিতে অর্থনৈতিক রূপান্তর এবং উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং পার্বত্য অঞ্চলের নাগরিকদের জন্য জীবনযাপনের অবস্থা সৃষ্টি করতে প্রযুক্তিগত পরামর্শ, এবং কার্যকর পদক্ষেপ নিয়ে বাংলাদেশে ইউএনডিপি দারিদ্র্য বিমোচন, ডিজিটালাইজেশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছেন সংস্থাটি।

 

 

কর্মশালায় থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, নারী উন্নয়ন নেটওয়ার্কে সভানেত্রী বকুলি মারমা, তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, মদক মৌজা হেডম্যান শিমন ত্রিপুরা, থানা এ এস আই মশিউর রহমান, ইউএনডিপি এর প্রকল্প কর্মকর্তা স্টিফ ত্রিপুরা প্রমূখ।

 

কর্মশালায় উপজেলা অর্ধশতাধিক মূল প্রকল্প স্টেকহোল্ডাররা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।

Related Articles

Back to top button