খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ ২০২১’র উদ্বোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ/২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে স্টেডিয়ামের প্রাঙ্গণে এই খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভলিবল লীগের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এর আয়োজনে উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, সদর সার্কেলের এএসপি জিনিয়া চাকমা, রামগড় উপজেলা চেয়ারম্যান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমূখ।
অতিরিক্ত জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তরুণদের ক্রীড়ামুখী করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, কারণ খেলাধুলার মাধ্যমে দেশকে অনেকদূর এগিয়ে নেয়া সম্ভব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়ালেখার পাশাপাশি তরুণদের খেলাধুলায় মনোযোগী হতে আহবান জানিয়েছেন। জেলায় ভালো খেলোয়াড়দের জন্য কর্মসংস্থান এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
বক্তারা খেলাধুলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহবান জানান।
পরে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ভলিবল লীগের উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী খেলায় জেলা সদরের ফ্রেন্ডস নাইনটি এইট বনাম মারমা যুব কল্যাণ সংঘ অংশগ্রহণ করে। খেলায় ২-০ সেটে মারমা যুব কল্যাণ সংঘ জয় লাভ করে। রাউন্ড লীগ পদ্ধতিতে এ খেলায় ১৬টি দল অংশ নিয়েছে।