Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

মীরসরাই , চট্টগ্রাম :
মীরসরাইয়ে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় শাহিন বেগম (৪৫) নামের এক নারীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

 

 

১৯ আগস্ট ২০২৫ , মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড় দারোগার হাট উত্তর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটি ওই নারীকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

 

নিহত শাহিন বেগম চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পালিছড়া গ্রামের মো. জাহাঙ্গীরের স্ত্রী। স্বামী ও সন্তানদের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে বড়দারোগারহাট ব্রিকফিল্ড এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

 

নিহত শাহিন বেগমের স্বামী মো. জাহাঙ্গীর বলেন, ‘প্রতিদিনের মতো আজ সকালে আমার স্ত্রী পায়ে হেঁটে মহাসড়কের পূর্ব পাশ দিয়ে বড় দারোগার হাট বাজারে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে বেসরকারি একটি ওষুধ কোম্পানীতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলো।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সেটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে চালক ও তার সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছে।

Related Articles

Back to top button