Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা , র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৮ আগস্ট ২০২৫, সোমবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পর বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা করা হয়েছে।

 

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, বিআরডিবি কমর্কর্তা জীবক চাকমা, উপজেলা আইসিটি কর্মকর্তা বাবলী খীসা, প্রাথমিক শিক্ষক ট্রেনিং অফিসার নুরুল কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, পানছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, মৎস্য চাষী অসিম চাকমা ,বাউরা পাড়া সমন্বিত কৃষি সমিতি , অগ্রনী যুব সংঘ পাইলটফার্ম ,উল্টাছড়ি সমন্বিত কৃষি সমিতি ,বড় কলক ভিত্তিহীন সমবায় সমিতি , নীলমনি হেডম্যান পাড়া মৎস্যজীবি সমবায় সমিতি ,মুসলিম নগর সমবায় সমিতি ,হেডম্যান টিলা মহিলা কল্যান সমিতি-র সভাপতি সম্পাদক ও সদস্য গন উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। নিরাপদ মৎস্য চাষ ও অতিরিক্ত এন্টিবায়োটিক ওষুধ ব্যবহারে মৎস্য চাষীদের নিরুৎসাহিত করেন। পরে মাছ চাষে আগ্রহ বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Back to top button