Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

ভারী ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

স্টাফ রিপোর্টার ,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলায় ত্রাণ ও  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অর্থায়নের উপজেলা প্রশাসনের আয়োজনে ভারী ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১ টা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভারী ও টানা বৃষ্টিতে জুমের ধান,ঘরবাড়ি ও কৃষি জমিতে উদপাদিত ফসল ক্ষতিগ্রস্ত উপজেলা ৪ টি ইউনিয়নের মোট ২৮০ পরিবারকে ঢেউ টিন ও নগদ টাকা সহায়তা দিল উপজেলা প্রশাসন। এছাড়াও সেনা বাহিনীর সহায়তায় ভারতে মিজোরাম রাজ্যে হতে ফেরত আসার ৫০ বম পরিবারকে  চাল, ডাল,তৈল, লবণ,চিনি, মরিচের গুড়া, হলুদের গুড়া, ও ধনিয়ার গুড়া কর্মহীন বম পরিবারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ- আল-ফয়সাল।

 

উপজেলা ত্রান ও দুর্যোগ অফিস সুত্রে জানায়,২০২৫ সালের ভারী ও টানা বৃষ্টি,কাল বৈশাখী ঝড়, সড়ক দুর্ঘটনা কবলিত পরিবার, চলমান বর্ষা মৌসুমে জুম চাষী, ফলজ চাষীদের ক্ষতিগ্রস্ত এবং কুকিচিং তান্ডবের ক্ষতিগ্রস্ত ও ভারত মিজোরাম হতে ফিরে আসা কর্মহীন অসহায় পরিবারকে মোট ২৮০ পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, সরকারী সেবা জনগনের দৌড় গৌড়ায় পৌছানো এবং অসহায়, হত দরিদ্র, কর্মহীন পরিবারকে দেখভাল করার জন্য সরকার আমাকে দায়িত্ব অর্পন করেছেন। সরকারের অর্পিত দায়িত্ব সুস্থ,সুন্দর,জবাবদিহিতা, স্বচ্ছল দাযিত্ব পালনের সামজিক ও নৈতিকতা সাথে পালন করে যাচ্ছি। জনগনের কল্যান ও তাদের সাথে সু- সম্পর্ক রেখে দায়িত্ব পালন করে যাবো।

 

এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মসফিকুর রহমান, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, পিআইও কার্যালয়ের অফিস সহকারী প্রধান মো: সরিফুল ইসলাম সহ সুবিধাভোগীগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button