খেলাধুলাপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচি উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বান্দরবান :

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সু- শৃংঙ্খল ও স্বস্ফুর্ত বিদ্যালয়ের অধ্যায়নরত কিশোর কিশোরীদের অংশ গ্রহন মধ্য দিয়ে বান্দরবানে থানচিতে উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল প্রতিযোগিতা-২০২৫ ও তিন দিনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ১৩ আগস্ট বিকাল ৩ টা উপজেলা মিনি স্টেডিয়ামের অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা একাদশ বনাম সেন্ট-ফ্রান্সিস বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা একাদশ অংশ নেন । প্রতিযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ- আল- ফয়সাল প্রধান অতিথি হিসেবে খেলা শুভ উদ্বোধন করেন।

 

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ডিয়াকোনিয়া বাংলাদেশ অর্থায়নে, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা বিএনকেএস আয়োজনের বিশেষ অতিথিদের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার, থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মো: নিজাম উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বিএনকেএস উপ পরিচারক উবানু মারমা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা,রেমাক্রী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরাসহ ক্রীড়া প্রেমিকরা উপস্থিত ছিলেন।

 

অদ্যকার খেলায় সেন্ট-ফ্রান্সিস বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা একাদশ ০০ বনাম থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা একাদশ ৩ গোল দিয়ে বিজয়ী হয়ে ফাইনেলে খেলবেন।

 

 

বিএনকেএস এর কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক সহযোগী সংগঠন ডিয়াকোনিয়া বাংলাদেশ এর অর্থায়নে বিএনকেএস এর বাস্তবায়নে বান্দরবান সদর ও থানচি উপজেলার গত ২০২১ সাল হইতে “ইনসুরিং রিপ্রোডাকটিভ হেলথ রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি ফর এথনিক হিলি ওমেন ইন বান্দরবান প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।
এর ধারবাহিকতায় ১৩, ১৪, ১৫ আগষ্ট ২০২৫ইং রোজ বুধবার ও শুক্রবার, বিকাল ৩.০০ ঘটিকায় ফাইনাল খেলার উপভোগ করার জন্য সকলের প্রতি আহবান জানান আয়োজকরা। এ সময় সরকারী, বেসরকারী,গন্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় ইলেক্ট্রনিক্স,প্রিন্ট মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। বেস্ট খেলোয়ারকে পুরুস্কার তুলে দেয়া হয়েছে অতিথিরা।

Related Articles

Back to top button