
শ্রীনগর, মুন্সিগঞ্জ:
এক সময় পরিচ্ছন্ন কর্মী ছিলেন, এরপর হঠাৎ করে হয়ে গেলেন ডাক্তার! শ্রীনগরের কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিজেকে ডা. মো. মুনসুর আলম পরিচয়ে পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এক প্রতারক।
জানা যায়, আপন মেডিকেলে প্রায় পাঁচ বছর পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন মুনসুর। কোনো ট্রেনিং বা মেডিকেল সার্টিফিকেট ছাড়াই নিজেকে ইমার্জেন্সি ডাক্তার পরিচয়ে পরিচিত করেন তিনি। হাঁটুর ব্যথায় আর্টিকুলার ইঞ্জেকশন দেন, যা কেবল বিশেষজ্ঞ চিকিৎসকের কাজ। অথচ তিনি নিজেই সেটি দিয়ে থাকেন।
নতুন বাজার ডিজিটাল হাসপাতালেও তিনি ভুয়া পরিচয়ে রোগী দেখেছেন। তার নামে ছাপানো ভিজিটিং কার্ড ও লিফলেটে লেখা ডা. মো. মুনসুর আলম। এমনকি প্রেসক্রিপশন লিখে ওষুধও দিয়ে থাকেন।
বর্তমানে উত্তর কামারগাঁও আল আমিন বাজার সংলগ্ন জনসভা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক পরিচয়ে প্রতিদিন রোগী দেখেন। সাংবাদিকরা পরিচয় দিলে তিনি দ্রুত নিজেকে আড়াল করার চেষ্টা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জসিম উদ্দীনের কাছে বক্তব্য দিতে বললে তিনি বলেন,আগে নাম ঠিকানা দেন।ব্যবস্থা নেওয়ার পর বক্তব্য দিব।