অপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেক, মিরসরাই , চট্টগ্রাম :
মিরসরাইয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

 

বুধবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুর কাশেম (৩৪) কে গ্রেফতার করা হয়। নুর কাশেম কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মো. হোসেনের ছেলে।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সোনাপাহাড় এলাকায় রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক নুর কাশেম (৩৪) কে আটক করা হয়। তিনি ঢাকা গামী বাসের জন্য অপেক্ষামান ছিলেন। নুর কাশেমের পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ১টি লাল কস্টেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতরে থাকা ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button