Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

বন্যায় ভেঙ্গে যাওয়া গ্রামীন সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

নিজস্ব প্রতিনিধি ,ফটিকছড়ি ,চট্টগ্রাম :
বিগত এক মাস পূর্বে হালদা নদীতে সৃষ্ট পাহাড়ী ঢল ও ভারীবর্ষণের কারণে ভেঙে যাওয়া ফটিকছড়ি উপজেলার হারুয়াল ছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহানগর এলাকার ভুবণ মহাজন বাড়ির একটি গ্রামীন সড়কের ভাঙ্গা অংশ মেরামত না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।

 

সড়কটির ভাঙ্গা অংশের এমন বেহাল দশায় দূর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার হাজারো মানুষকে। অচিরেই সড়কটির ক্ষতিগ্রস্থ অংশটি সংস্কারের আওতায় আনা না হলে পুরো এলাকা যেমন প্লাবিত হবে তেমনি ভাবে শ্মশান ও মন্দিরে যেতে ভোগান্তি আরো বাড়তে পারে।

 

২৯ জুন (রবিবার) সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের ভাঙ্গে যাওয়ান অংশটি এড়িয়ে কষ্ট করে পার হচ্ছেন একদল শিশু ও বেশ কয়েকজন নারী। এ সময় অটো রিক্সায় করে আসা এক রোগীকে বাধ্য হয়েরনেমে যেতে হয়েছে ওই স্থানটিতে।

 

স্থানীয় বাসিন্দা অধ্যাপক সুধীর বরণ দেব বলেন- বন্যায় ভেঙে যাওয়া সড়ক দিয়ে প্রতিদিন মন্দির ও শ্নশানে যেতে এলাকাবাসীর সীমাহীন কষ্ট হচ্ছে তাছাড়া কৃষকরা তাদের উৎপাদিত পন্য আনা নেওয়া করতে কষ্ট পাচ্ছে।

 

বেবি দেব নামে স্থানীয় এক মহিলা জানান- এ সড়ক দিয়ে যেতে না পেরে হেঁটে ভাঙা স্থানে পাশের জমির উপর দিয়ে এলাকাবাসীকে পারাপার হতে হচ্ছে । সড়কটির বেহাল দশার কারনে গন্তব্যে পৌছতে ভোগান্তি পোহাতে হচ্ছে পুজার্থী ও স্থানীয়দের।

 

মন্দির রক্ষা কমিটির সভাপতি কেশব দেব বলেন- বন্যায় সড়কটি বিধ্বস্ত হওয়ার মাস পেরিয়ে গেলেও এখনো মেরামত হয়নি। অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অতি দ্রুত ভাঙ্গা স্থানে একটি কালর্ভাট নির্মানের দাবী জানান তিনি।

 

স্থানীয় ইউপি সদস্য জহুরুল আলম বলেন, ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন- এলাকাবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Back to top button