খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

থানচির সাংবাদিক হিমংপ্রু’র মাতৃ বিয়োগ

থানচি, বান্দরবান :
বান্দরবানে থানচি উপজেলার  প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক হিমংপ্রু মারমা’র মাতৃবিয়োগ হয়েছে।

 

রবিবার ০৮ জুন সকালে উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া গ্রামে নিজ বাড়ীতে সাংবাদিক হিমংপ্রু ‘র মা ড মেওয়াইচিং মারমা (৬৫), বার্ধক্য জনিত রোগে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্বীয় স্বজন  রেখে গেছেন।

প্রবীন গুনিজন ও সাংবাদিককের মা হওয়া উপজেলা সহ সর্বস্তরে শোকের ছায়া নেমে পড়ে।

 

মেজ্ব ছেলে সাংবাদিক হিমংপ্রু  মারমা বলেন, দির্ঘদিন ধরে  বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হওয়া ঢাকা চট্টগ্রাম সহ দেশের অভিজাত স্বনামধন্য  হাসপাতাল গুলিতে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছি।  সকল চিকিৎসকের চিকিৎসা ব্যর্থ হয়ে সর্বশেষ নিজ বাড়ীতে পাহাড়ী ঔষধে চিকিৎসা করা হয়েছিল।  তিন বছর অসুস্থ হয়ে শেষ পর্যন্ত পৃথীবির সকল মায়া ছেড়ে চির নিদ্রায় হতে হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়।

এদিকে গুনিজন ও সাংবাদিককের মা হওয়া সুবাদে  উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,সাধারণ সম্পাদক চহ্লামং মারমা,সহ সভাপতি রেম্বো ত্রিপুরা, প্রেস ক্লাবের সকল সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাভোকেট উবাথোয়াই মারমা, বিএনপি সভাপতি খামলাই ম্রো সহ পরিবারের সকল সদস্য  ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।  শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

আগামিকাল ০৯ জুন সোমবার বিকাল ২ ঘটিকার সময়  বলিপাড়া গ্রামে শ্বশানে শেষ কৃতস্নাধ্য সম্পাদন করবেন বলে পরিবারের সদস্যরা জানান। সাংবাদিক হিমংপ্রু মারমা এর মায়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

Related Articles

Back to top button