Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে ১০ লাখ চিংড়ি পোনা জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম :
বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ৫৮ দিন মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য অভিযান চালিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে আনুমানিক ১০ লাখ চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। এ সময় চারটি অবৈধ বেহুন্দি জালও জব্দ করা হয়।

 

১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার বঙ্গোপসাগরের বামন সুন্দর মাছ ঘাট এলাকা থেকে ডোমখালী মাছ ঘাট এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

 

এ সময় জব্দ করা চিংড়ির তাৎক্ষণিকভাবে সাগরে অবমুক্ত করা হয়। অভিযানের পর বেহুন্দি জালগুলো ডোমখালী মাছ ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বেহুন্দি জালগুলোর আনুমানিক বাজার মূল্য দু’লাখ টাকা। বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই টিমের সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, ‘১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য মিরসরাই উপজেলার বঙ্গোপসাগরের বামন সুন্দর মাছ ঘাট এলাকা থেকে ডোমখালী মাছ ঘাট এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন এ অভিযান অব্যাহত থাকবে।’

Related Articles

Back to top button