Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পাহাড়ের বৈসাবি ও বাংলা নববর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামের অন্যতম সামাজিক উৎসব বৈসাবি উৎসব ও বাংলা নববর্ষ -১৪৩২ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।

 

৯ এপ্রিল ২০২৫, বুধবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এবং এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

 

শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা টাউন হলে গিয়ে শেষ হয়,পরে টাউন হল প্রাঙ্গণে ত্রিপুরাদের গরিয়া নৃত্য ও অন্যান্য সম্প্রদায়ের নৃত্য পরিবেশিত হয়েছে।

 

এ বর্ণাঢ্য শোভাযাত্রায় পার্বত্য জেলার পাহাড়ি-বাঙালি সহ সকল সম্প্রদায় ও জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য রুপে ফুটে উঠেছে। চাকমা, মারমা ও ত্রিপুরাসহ নানা শ্রেণী পেশার জনগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

 

এছাড়াও বৈসাবি উৎসব উপলক্ষে দুই সপ্তাহব্যাপী মেলা বসেছে,যেখানে পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও খাবার পাওয়া যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন,নিজেদের সংস্কৃতি ও স্বকীয়তা ধরে রাখার জন্য প্রতি বছরই এমন আয়োজন করা হয়।

Related Articles

Back to top button