খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষনের প্রতিবাদে খাগড়াছড়িতে মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এবং শিশু “আছিয়া” কে ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবীতে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদী মিছিল ও ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার(১০মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত। মিছিলটি শহরের প্রধান সড় প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে টাউন প্রাঙ্গনে মেষ। পরে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

 

এ সময় জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহেনা আক্তার,জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সিস্, সিরাজ,জেলা মহিলা দলের সহ-সভাপতি মিতুন রানী ত্রিপুরা সহ জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দরা অংশ নেন।

 

অন্যদিকে একই সময়ে একই প্রতিবাদে খাগড়াছড়ি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান আশিক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।

 

সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ,দপ্তর সম্পাদক বাপ্পি দাশ। যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, সহ-আইন বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা আরিফ মোহাম্মদ জাহিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button