Breakingকৃষিপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

পুষ্টি উন্নয়নে রুমায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রুমা ,বান্দরবান  :
বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

৬ মার্চ বৃহস্পতিবার জেলার হর্টিকালচার সেন্টার আয়োজিত প্রশিক্ষণের বিষয় ছিল বসতবাড়ি/পাহাড়ি জমিতে ফল উৎপাদন প্রযুক্তি। প্রশিক্ষণের পাশাপাশি স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন রুমার অতি পাহাড়ি দুর্গম এলাকা হতে আগত কৃষক কৃষাণীরা।

 

প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

 

অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং জেলা হর্টিকালচার সেন্টারের আহ্বায়ক লাল জার লম বম, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহ নেয়াজ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেব নাথ প্রমুখ সহ বান্দরবান হর্টিকালচার সেন্টারের কর্মকর্তাগন ও স্থানীয় জনপ্রতিনিধি বর্গ উপস্থিত ছিলেন ।

Related Articles

Back to top button