Breakingপার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে সংগঠন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান :
বান্দরবানে থানচি উপজেলার গ্রাম কমিটির সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

০৬ মার্চ ২০২৫ ,বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। ইউকে ইন্টারন্যাশরাল ডেভেলপমেন্ট’র অর্থায়নে আইআইইডি কর্তৃক পরিচালিত রেডা কর্মসূচির আওতায় জাতীয় বেসরকারি সংস্থা আরণ্যক ফাউন্ডেশন, স্থানীয় বেসরকারি সংস্থা বিএনকেএস ও তহজিংডং এর যৌথ আয়োজনের প্রশিক্ষণ কর্মশালা সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন।

 

প্রকল্পের সংশ্লিষ্ঠরা জানান,”পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার কর্মসূচি সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় আলী কদম ও থানচি উপজেলার বিভিন্ন পাড়া কমিটির সদস্যদের জন্য সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণে পাড়া কমিটির সদস্যদের কমিটি গঠন প্রক্রিয়া, গঠনতন্ত্র ও মিটিং রেজুলেশন লিখন ও আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক সেশন পরিচালনা করা হয়।

উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম বক্তব্য রাখেন।

সেশন পরিচালনা করেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার সিসিলি চৌধুরী, প্রকল্প কর্মকর্তা মংহ্লাছিং। প্রশিক্ষণ সেশনের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন করেন ক্যইবা থোয়াই, প্রকল্প পাটনার লিড, বিএনকেএস।

প্রকল্প ব্যবস্থাপক কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বান্দরবান জেলা সদর, রোয়াংছড়ি, লামা,আলী কদম ও থানচি উপজেলার ৭ টি মৌজায় ১৫ টি গ্রামের প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে যা পরবর্তীতে ৩৯টি গ্রামে সম্প্রসারণ করা হবে ও ১০০০ হেক্টর প্রতিবেশ পুনরুদ্ধার কার্যক্রম করা হবে। এতে উপকার ভোগী হিসেবে থাকছে প্রায় ৭৫০ টি জুমিয়া পরিবার।

Related Articles

Back to top button