Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে তৃণমূল নারী উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :  খাগড়াছড়িতে জাতীয় মহিলা সংস্থা’র তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় নারী উদ্যোক্তাদের কর্মশালা ও প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।

 

 

০৩মার্চ ২০২৫, সোমবার সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

 

এ সময় নির্বাহী অফিসার মনজুর আলম বলেন,নারীরা ঘরে বসে না থেকে নিজ নিজ উদ্যোগে সাবলম্বী হবে। নারীদেরকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা।

 

এ সময় জাতীয় মহিলা সংস্থা’র মাটিরাঙ্গা উপজেলা কর্মকর্তা পরিমল ত্রিপুরা, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা আশা ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

এ সময় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় ২০২৪-২৫অর্থবছরের চার মাসব্যাপি ২টি ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। এ সময় দুই ক্যাটাগরিতে বিউটিফিকেশন,ফ্যাশন ডিজাইন সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০০জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। পরবর্তী ধাপে বাকি ক্যাটাগরিতে বিতরণ করা হবে।

Related Articles

Back to top button