সাজেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি রিজিয়ন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা র সাজেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
শনিবার(০১মার্চ) সকালে রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। পরে সাজেক আর্মি রেস্ট হাউস সম্মেলন কক্ষে হোটেল-রিসোর্ট মালিক ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সেনবাহিনী। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন গড়ে তোলা হবে জানান তিনি।
তিনি আরও বলেন, সাজেকে আর বস্তির মতো হোটেল-রেষ্টুরেন্ট গড়ে তুলতে দেওয়া হবে না। সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, হাসপাতাল স্থাপন ও পানি ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন রিজিয়ন কমান্ডার। পরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অংশীজনদের সাথে সভা করেন তিনি।
এ সময় রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ, বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন,খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার জিটুআই(ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ মাজহারুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা,পুলিশ প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,গত ২৪ফেব্রুয়ারি সোমবার দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে বসত বাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টসহ ৯৪টি স্থাপনা পুড়ে যায়। চার ঘণ্টা ধরে এসব স্থাপনা ও বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৯৫টি রিসোর্ট,বিভিন্ন স্থাপনা ও বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।