খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি” এই তিনটি মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারি ২০২৫ ,রবিবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ অফিসার্স মেস এর সম্মেলন কক্ষে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলায় সমসাময়িক ঘটনা ঘটে যাওয়া ও তথ্য-নির্ভর বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ, জনগনের আস্থা ও ভরসা হিসেবে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে পুলিশের ভূমিকা তুলে ধরেন।
এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম,সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,খাগড়াছড়ির ৯টি থানার অফিসার্স ইনচার্জ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।