Breakingদুর্ঘটনাপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচির বিপদগামী সড়কে পৃথক পৃথক দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলার লেইক্রে সড়কে মালবাহি ট্রাক নিয়ন্ত্রণ হাড়িয়ে ২০০ ফুট পাহাড়ী খাদে পড়ে চালক আহত, একই দিনে যাত্রীবাহী বাস,মিনি ট্রাক,মালবাহী ট্রাক ও মাহেন্দ্র চর্তুমুখি সংঘর্ষে ট্রাক চালক আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুতবেগে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা জানান, থানচি বান্দরবান সড়কে শিলা ঝিড়ি নামক স্থানের একটি মালবাহী মিনি ট্রাক বান্দরবান থেকে থানচি উদেশ্যে উঁচু পাহাড়ে উঠতে থাকে ঠিক একই সময়ের থানচি হতে বান্দরবান উদেশ্যে একটি মালবাহী ট্রাক,তারই পিছনে একটি রোগীবাহী চাঁন্দের গাড়ি তারই পিছনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে চাঁন্দের গাড়িকে ডাক্কা দেই,চাঁন্দের গাড়িটি মালবাহি ট্রাককে ধাক্কা দিলে মালবাহী ট্রাক থানচি উদেশ্যে আসার মালবাহি মিনি ট্রাকের উপর জোরে ধাক্কা দিলে মিনি ট্রাকের থাকায় চালক গুরুতর আহত হয়। এ দিকে থানচি লেইক্রে সড়কে ২১ কিলোমিটার নামক স্থানের সড়কের নির্মান কাজের ব্যবহারের পাথরবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ২০০ ফুট নিচে পড়ে চালক গুরুতর হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান চৌধুরী, ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের ল্যান্স নায়েক মজিবুর রহমান, থানচি থানা সহকারী পুলিশ উপ- পরিদর্শক বাসু দেব চন্দ্র সরকার, উপ-সহকারী পুলিশ পরিদর্শক এস এম গোলাম মোর্শেদ সড়কের দুর্ঘটনা স্থলের পরিদর্শন করেন।

 

 

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার বলেন, তদন্ত করে মামলা প্রক্রিয়া চলছে।২০১২ সালে ১৪ জানুয়ারী বান্দরবান থানচি সড়কে শিলাঝিড়ি একই স্থানের যাত্রীবাহি বাস দুর্ঘটনা ১৭ জন নিহত, ১৮ জন আহত হয়েছে।

Related Articles

Back to top button