Breakingসারাদেশ

আন্দোলনে উত্তাল হাটহাজারী মাদ্রাসা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, হাটহাজারী ( চট্টগ্রাম) : ৯ দফা দাবি আদায়ে আবারও ছাত্র আন্দোলনে উত্তাল হাটহাজারী দারুল উলুম মঈনুল মাদ্রাসা। বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল থেকে মাদ্রাসার ভেতরে কেউ প্রবেশ করতে না পারলেও মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ, মুফতি জসিম ও মাওলানা ওমরের রুমে ভাঙচুর চালানোর চিত্র ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায়।

হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিওতে মাদ্রাসার পরিচালক ও হেফাজত আমির আল্লামা আহমদ শফীর কক্ষেও ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে। যদিও কিছুক্ষণ পর মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সে ভিডিও এবং ভাংচুরের ছবি মুছে দেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা মাইকে ঘোষণা দিচ্ছে মাদ্রাসার ভেতরে কোন ভাংচুর হয় নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মাদ্রাসার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। অন্যদিকে মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীরাও তাদের আন্দোলন অব্যাহত রেখেছে।

Related Articles

Leave a Reply

Back to top button